‘জঙ্গী-সন্ত্রাসীরা ছাড়া বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়’

‘জঙ্গী-সন্ত্রাসীরা ছাড়া বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

জঙ্গি-সন্ত্রাসীরা ছাড়া বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয় বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিরাপত্তা বোধ বাড়ার কারণে এবার সারাদেশে পূজামণ্ডপের সংখ্যাও বেড়েছে বলে দাবি করেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার আয়োজন পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় তাঁর সাথে ছিলেন পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারি, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এবং ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তাঁরা জানান, পূজার পাঁচ দিন জুড়েই এবার সারাদেশে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার মোট ২৯ হাজার ৫০০টি মণ্ডপে পূজা হচ্ছে জানিয়ে তাঁরা আরও বলেন, বাংলাদেশে পূজা দেখতে এখন ভিনদেশ থেকেও মানুষ আসছে।