জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে প্রধানমন্ত্রীর আহ্বান

জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে প্রধানমন্ত্রীর আহ্বান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

যার যার অবস্থান থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে তিনি গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বৃষ্টিস্নাত ঈদ। সকাল থেকেই গণভবনে মানুষের দীর্ঘ লাইন। প্রধানমন্ত্রীকে এক নজর দেখা আর ঈদের শুভেচ্ছা জানানোর অপেক্ষা।

শুভেচ্ছা জানাতে আসা মানুষের মধ্যে ছিলেন রাজনৈতিক নেতা কর্মী, ছিলেন সমাজের নানা স্তরের মানুষ। শুভেচ্ছা বিনিময়ের ফাঁকে শেখ হাসিনাকে কাছে পেয়ে অনেকেই অভিযোগ-অনুযোগ আর চাওয়া-পাওয়ার কথা তুলে ধরেন।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন : শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপিত হচ্ছে। টঙ্গীর টাম্পাকো কারখানায় দুর্ঘটনায় নিহতদের স্মরণ এবং স্বজনদের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন : উন্নয়ন আর স্বাধীনতার চেতনা অক্ষুন্ন রাখতে দেশবাসীকে সজাগ থাকতে হবে। জঙ্গিবাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা সন্ত্রাসে জড়িত, তারা কোনো ধর্মের অনুসারী হতে পারে না।

সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করে প্রধানমন্ত্রী।