চট্টগ্রামে কুকুর লেলিয়ে হত্যার রায় রোববার

চট্টগ্রামে কুকুর লেলিয়ে হত্যার রায় রোববার

শেয়ার করুন

 

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের চাঞ্চল্যকর হিমাদ্রী মজুমদার হিমু হত্যা মামলার রায় রোববার। বৃহস্পতিবার চট্টগ্রামের অতিরিক্ত  মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম এই দিন ধার্য করেন।

এর আগে, গত ২৮ জুলাই রায় ঘোষণার তারিখ থাকলেও বিচারক ছুটিতে থাকায় রায় হয়নি। রায় ঘোষণার পরবর্তী তারিখ ছিল আজ(বৃহস্পতিবার)। তবে চট্টগ্রাম আদালতে ‘ফুল কোর্ট রেফারেন্স’ থাকায় আজও রায় ঘোষণা করা হয়নি।

২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রামের পাঁচলাইশের একটি ভবনের পাঁচতলার ছাদে নিয়ে হিমাদ্রীকে মারধরের পর, তাঁর ওপর হিংস্র কুকুর লেলিয়ে দেওয়া হয়। পরে তাঁকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে মারাত্মক আহত হন হিমু।

ওই বছরের ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হয় এ-লেভেলে পড়ুয়া এ শিক্ষার্থীর। এ ঘটনায় পাঁচলাইশ থানায় হত্যা মামলা হয়,  ২০১২ সালের ৩০ অক্টোবর ৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।