‘খুনের মিথ্যা অভিযোগে ১০ বছর কারাভোগ করা ফরাজীকে মুক্ত করতে কাজ চলছে’

‘খুনের মিথ্যা অভিযোগে ১০ বছর কারাভোগ করা ফরাজীকে মুক্ত করতে কাজ চলছে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

খুনের মিথ্যা অভিযোগে ভারতে ১০ বছর কারাভোগের পর বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী বাদল ফরাজীকে মুক্ত করতে কাজ করছে সরকার- জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। দুপুরে, রাজধানীর একটি হোটেলে মানবপাচার ঠেকানো ও এর শিকার ভিকটিমদের জন্য করনীয় বিষয়ে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান তিনি।

পাচার ঠেকাতে বিজিবি’র লোকবল বাড়ানো হয়েছে বলেও জানান। মন্ত্রী বলেন- ভারতের সঙ্গে বাংলাদেশের ৪৬৫ কিলোমিটারের বর্ড়ার, তাই পাচারের অনেকগুলো পথ। এর নজরদারিতে কমিটিও হয়েছে। বিদেশে আটকে পড়াদের ফেরাতেও সরকার কাজ করছে বলে জানান তিনি। আর এটিকে এখন বড় চ্যালেঞ্জ মনে করছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। বলেন- পাচারের ঘটনার বিচারে আলাদা ট্রাইব্যুনাল দরকার। ৬ হাজার পাচারকারী আটকের পর মাত্র ২৫ জন সাজা পেয়েছে বলেও জানান। বাদল ফরাজীর মতো নির্দোষদের ব্যাপারে সরকারের দ্রুত উদ্যোগের আহ্বান জানান তিনি।