খালাফ হত্যা: মামুনের মৃত্যুদণ্ড বহাল

খালাফ হত্যা: মামুনের মৃত্যুদণ্ড বহাল

শেয়ার করুন

khalapনিজস্ব প্রতিবেদক :

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ এস আলী হত্যা মামলায় আসামি সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ।

এখন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া ছাড়া আর কোন পথ নেই মামুনের। ওই আবেদন খারিজ হলে মৃত্যুদণ্ড কার্যকর করবে কারাকর্তৃপক্ষ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলামের করা ওই আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন। গত ১ নভেম্বর ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড, তিন আসামির যাবজ্জীবন ও এক আসামির খালাসের হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ।

খালাফ হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের তিনটি ও আসামিপক্ষের করা একটি আপিল খারিজ করে ওই আদেশ দেন দেশের সর্বোচ্চ আদালত।

২০১২ সালের ৫ মার্চ গুলশানে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী। পরদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।