কেরানীগঞ্জে প্লাষ্টিক কারখানায় আগুন, নিহত এক

কেরানীগঞ্জে প্লাষ্টিক কারখানায় আগুন, নিহত এক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর উপকণ্ঠে দক্ষিণ কেরানীগঞ্জের একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১ জন মারা গেছেন। গুরুতর দগ্ধ হয়েছেন আরো আরো ৩২ জন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বুধবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের হিজলতলা এলাকায় ‘প্রাইম প্যাক প্লাস্টিক’ নামের এই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীদের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে এরই মধ্যে পুড়ে যায় পুরো কারখানা।

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের গ্লাস, প্লেট ও খাবারের বক্স তৈরি হতো এখানে। এর আগেও এ কারখানায় অগ্নিকাণ্ড হলেও, নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।

ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। আহত ৩২ জনের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক।

সন্ধ্যার পর আহতদের দেখতে আসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি জানান, অনুমোদনহীন ওই কারখানাটির ব্যাপারে তদন্ত হচ্ছে।