কৃষাণীদের প্রযুক্তিবান্ধব করতে অ্যাপস ও গেমস

কৃষাণীদের প্রযুক্তিবান্ধব করতে অ্যাপস ও গেমস

শেয়ার করুন

জুনায়েদ আহমেদ পলক

নিজস্ব প্রতিবেদক:

সহজবোধ্য মোবাইল এ্যাপ্লিকেশন আর গেমস তৈরির মাধ্যমে কৃষাণীদের প্রযুক্তিবান্ধব করার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানালেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

রোববার বিকালে, জাতীয় প্রেসক্লাবে, নাগরিক সংহতি আয়োজিত ডিজিটাল কনটেন্ট ফর উইমেন ইন এগ্রিকালচার শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা জানান। বলেন, দেশে নারীদের একটি বড় অংশ কৃষিকাজে নিয়োজিত। তারা উৎপাদনে প্রত্যক্ষ ভূমিকা রাখলেও, প্রযুক্তির ব্যাবহারে কম দক্ষ।

তাই পন্যের ন্যায্যমূল্য পায় না। কৃষাণীদের তথ্য প্রযুক্তির বাইরে রেখে, দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবেনা, তাই আবহা্ওয়া পূর্বাভাসসহ বিভিন্ন তথ্য সংবলিত বাংলা ভাষায় মোবাইল এ্যাপ্লিকেশন তৈরিতে দেশ-বিদেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসারও আহ্বান জনান প্রতিমন্ত্রী।