কারাগারে পৌঁছেছে ফাঁসির নির্বাহী আদেশ

কারাগারে পৌঁছেছে ফাঁসির নির্বাহী আদেশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করতে সরকারের নির্বাহী আদেশ গাজীপুরের কাশিমপুর কারাগারে পৌঁছেছে।

শনিবার দুপুরের পর এই আদেশ কারাগারে পৌঁছায় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। কারাগার এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক র‍্যাব ও পুলিশ।

বিকেল সোয়া ৪টার দিকে কারাগারে প্রবেশ করেছে ফায়ার সার্ভিসের গাড়ি। বিকেল সাড়ে ৩টার দিকে মীর কাশেমের সঙ্গে শেষ সাক্ষাত করতে গেছে তার পরিবারের সদস্যরা। মাইক্রোবাসে করে পরিবারের ৪৮ জন সদস্য কারাগারে প্রবেশ করে।

এর আগে শুক্রবার বিকেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলী প্রাণভিক্ষা চাইবেন না বলে জানান।  সে ক্ষেত্রে নিয়মানুযায়ী ফাঁসি কার্যকরের আর কোনও বাধা থাকছে না। এছাড়া ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত কারাগারের সকল কর্মকর্তা-কর্মকারীর ছুটিও বাতিল করা হয়েছে।