পরিচয় মিলেছে কল্যাণপুরে নিহত তিন ‘জঙ্গির’

পরিচয় মিলেছে কল্যাণপুরে নিহত তিন ‘জঙ্গির’

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক:

কল্যাণপুরে নিহত তিন জঙ্গির পরিচয় মিলছে। তাদের  একজন বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের শিক্ষার্থী। বাকি দুইজনের বাড়ি নোয়াখালি ও চট্টগ্রামে। অন্যদিকে বুধবার ৯ জঙ্গির ময়নাতদন্ত শেষে চিকিৎসকরা জানিয়েছেন, গুলিতেই নিহত হয়েছে তারা।

মঙ্গলবার ভোররাতে রাজধানীর কল্যাণপুরে জঙ্গিদের বিরুদ্ধে চলে এই অভিযান। এ অভিযানের প্রস্তুতির সময় আস্তানা থেকেই পুলিশের ওপর হামলা করে তারা। পুলিশের পাল্টা হামলায় নিহত হয় ৯ জঙ্গী।

বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত হয় এই ৯ জঙ্গীর। ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন চিকিৎসকরা।

জঙ্গীরা কোন শক্তিবর্ধক ওষুধ খেয়েছিল কিনা সেই প্রশ্ন ছিল চিকিতসকদের কাছে।

এদিকে নিহত ৯ জঙ্গীর তিন জনের পরিচয় পাওয়া গেছে এরই  মধ্যে। এদের মধ্যে এদের মধ্যে একজন সেজাত রউথ অর্ক ওরফে মরক্কো। সে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের শিক্ষার্থী। বসুন্ধরা আবাসিক এলাকা থাকে  তার পরিবার।

অপর একজন জুবায়ের হাসানের বাড়ি নোয়াখালি। নোয়াখালি সরকারি কলেজের ছাত্র ছিল সে। ছয় মাস ধরে নিখোজ ছিল সে।

নিহত আরেক জঙ্গী সাব্বির হক কনিকের বাড়ি চট্টগামের আনোয়ারায়। আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র। সাব্বির ছয় মাস আগে নিখোজ হয় পরিবার থেকে।

অন্যদিকে আহত অবস্থায় গ্রেপ্তার জঙ্গী হাসান ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলো বলে জানিয়েছে পুলিশ।