ওয়ারন্টে অব প্রিসিডেন্সের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ওয়ারন্টে অব প্রিসিডেন্সের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

রাষ্ট্রীয় পদ মর্যাদাক্রম- ওয়ারন্টে অব প্রিসিডেন্স সংশোধন করে সচিবদের সম মর্যাদায় জেলা জজদের অবস্থান নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। গত বছরের ১১ জানুয়ারি দেয়া সবোর্চ্চ আদালতের রায় বৃহস্পতিবার প্রকাশ করা হয়।

রায়ে বলা হয়েছে, সংবিধান সর্বোচ্চ আইন হওয়ায় সব সাংবিধানিক পদধারীদের অগ্রাধিকারের প্রথমে রাখতে হবে। জেলা জজ বা সম-মর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তাদের, সচিবদের অবস্থান ১৬ নম্বরে রাখতে হবে। অতিরিক্ত জেলা জজরা থাকবেন ১৭ নম্বর অবস্থানে।

রায়ে বলা হয়েছে, এটা প্রত্যাশিত যে যারা স্বাধীনতা পদক ও একুশে পদকের মতো বেসামরিক সম্মাননা পেয়েছেন এবং বীরউত্তম খেতাবপ্রাপ্তদের রাষ্ট্রীয় পদ মর্যাদাক্রমে অর্ন্তভূক্ত করা উচিত।

এর আগে ২০১০ সালে রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ আপিল করলে শুনানি শেষে আপিল বিভাগ আপিল নিষ্পত্তি করে রায় দেন।