এটিএন নিউজের সংবাদ কর্মীর ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

এটিএন নিউজের সংবাদ কর্মীর ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিকদের ওপর পুলিশি নির্যাতন বন্ধে শুধু প্রশাসনিক শাস্তি যথেষ্ট নয়, আইনগত ভাবেও ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন সাংবাদিকরা। পেশাগত দায়িত্ব পালনের জন্য নিরপদ কর্মপরিবেশের দাবি করেছন সাংবাদিকরা।

সুন্দরবন রক্ষায় তেল-গ্যাস-খনিজ সম্পদ, বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশি নির্যাতনের শিকার হন এটিএন নিউজের রিপোর্টার ঈশান বিন দিদার ও ক্যামেরাম্যান আব্দুল আলীম। পুলিশের বর্বর এই হামলায় সামাজিক মাধ্যমসহ বিভিন্নভাবে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গনমাধ্যমকর্মীসহ সাধারণ মানুষ। শনিবার শাহবাগে এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন সাংবাদিকরা।

মন্ত্রী ও এমপিরা সংসদে সাংবাদিকদের নিয়ে বিষোদগার করে বক্তব্য দিচ্ছেন । তাদের বক্তব্যও পুলিশকে উস্কানি দিচ্ছে বলে মনে করেন গনমাধ্যমকর্মীরা। সাংবাদিক নির্যাতনের ঘটনায় পুলিশের গঠিত তদন্ত কমিটি সোমবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা।