উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ ১৮ আগস্ট

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ ১৮ আগস্ট

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ১৮ আগস্ট (বৃহস্পতিবার)। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এপ্রিলের ৩ তারিখ শুরু হয়ে ৯ জুন পর্যন্ত  লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর ১১ থেকে ২০ জুন পর্যন্ত  অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হলে তিনি ১৮ আগস্ট ফল প্রকাশের জন্য সময় দিয়েছেন।’

নিয়ম অনুযায়ী, ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি তুলে দেবেন।

এরপর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন।