ইভিএম ব্যবহারের জন্য আরপিও সংশোধনের অনুমোদন দিয়েছে ইসি

ইভিএম ব্যবহারের জন্য আরপিও সংশোধনের অনুমোদন দিয়েছে ইসি

শেয়ার করুন

1508052498_ECনিজস্ব প্রতিবেবদক :

জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের প্রস্তুতি রাখতে আরপিও সংশোধনের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন-ইসি। বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন নিয়ে দিনব্যাপী বৈঠক শেষে ব্রিফিং-এ একথা জানান প্রধান নির্বাচন কমিশনার খান মো. নূরুল হুদা।

তিনি জানান, আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, প্রস্তুতি আছে। তবে এই পদ্ধতি ব্যবহার করলে ভালো হবে এবং অনাস্থার সৃষ্টি হবেনা বলে এক প্রশ্নের উত্তরে মন্তব্য করেন তিনি।

সকাল ১১টার পর সিইসির সভাপতিত্বে নির্বাচন কমিশনের ৩৫-তম মুলতবি সভাটি শুরু হয়। তবে আধা ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য আরপিও সংশোধনের প্রস্তাবে নোট অব ডিসেন্ট বা আপত্তি জানিয়ে সভা ত্যাগ করেন।

দুপুরে মূলতুবির পর বিকেল ৩টায় আবার শুরু হয়ে বিকেল ৫টায় সভা শেষ হয়। সভা শেষে ব্রিফিং-এ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার উপস্থিত ছিলেন না।