আমদানি নিরুৎসাহিত করতে চাল আমদানিতে শুল্ক দ্বিগুন

আমদানি নিরুৎসাহিত করতে চাল আমদানিতে শুল্ক দ্বিগুন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বাজারে ধানের দাম কমে যাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্থ হবার প্রেক্ষিতে বিদেশ থেকে চাল আমদানিতে চালের আমদানি শুল্ক দ্বিগুণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের এক প্রজ্ঞাপণে বুধবার শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়।

কর্মকর্তারা বলছেন, চাল আমদানিতে এখন ৫৫ শতাংশ কর দিতে হবে। ফলে আমদানি করা চালের দাম বাড়বে বলে মনে করছেন কর্মকর্তারা।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে চলতি বছর আমন ও আউশের উৎপাদন বেশি হয়েছে এবং এরপর বোরো ধানেরও উৎপাদনও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

আর এই ফলন বেশি হওয়ার কারণে ধানের দাম আগের তুলনায় ব্যাপকভাবে কমে যাওয়ায় দেশজুড়ে কৃষকদের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ দেখা দিয়েছে।

কৃষিমন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক জানিয়েছিলেন যে তাৎক্ষনিক ভাবে পরিস্থিতি সামাল দেয়ার জন্য সরকার চাল রপ্তানির বিষয়টি বিবেচনা করছে।

সরকার অবশ্য কিছুদিন আগে ৩৬ টাকা কেজিতে চাল কেনার ঘোষণা দিয়েছে। আর ধানের দাম ঘোষণা করেছে ২৬ টাকা কেজি।

সরকারের এই দাম অনুযায়ী মনপ্রতি ধানের দাম এক হাজার টাকার বেশি হয়। কিন্তু সরকারি কেনার প্রক্রিয়া মাঠ পর্যায়ে এখনও সেভাবে শুরু হয়নি বলে জানা গেছে।

এর মধ্যেই দেশের বিভিন্ন জায়গায় দাম না পাওয়ার অভিযোগ তুলে কৃষকরা নানাভাবে ক্ষোভ প্রকাশ করছে বলে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।