অসৎ উদ্দেশ্যে তথ্য ও ছবি প্রচারে ৫২ বছরের জেল

অসৎ উদ্দেশ্যে তথ্য ও ছবি প্রচারে ৫২ বছরের জেল

শেয়ার করুন

মন্ত্রিসভা-বৈঠক

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের চেতনা ও এ সম্পর্কিত আদালতের মীমাংসিত বিষয়ে মিথ্যা প্রচারণায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৬’র খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

খসড়ায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় ও প্রতিষ্ঠান নিয়ে মিথ্যা প্রচারণা বা তথ্য বিকৃত করলে, যাবজ্জীবন কারাদণ্ড ও ১ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে বলে, বৈঠক শেষে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম।

ইন্টারনেট, মোবাইল বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে কাউকে হুমকি দিলে বা কারো বিরুদ্ধে প্রচারণা চালালে, ৫ বছরের জেল দেয়ার কথাও বলা হয়েছে।

অসৎ উদ্দেশ্যে কারো ছবি ও তথ্য প্রচার করলে ৫২ বছরের জেল দেয়ার বিধানও রয়েছে। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে আবহাওয়া বিষয়ক আইন ২০১৬’র খসড়াও নীতিগতভাবে অনুমোদিত হয়।