‘অপারেশন ক্লিনহার্ট এর দায়মুক্তি আইন অবৈধ’

‘অপারেশন ক্লিনহার্ট এর দায়মুক্তি আইন অবৈধ’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

অপারেশন ক্লিনহার্টে যৌথবাহিনীর হত্যা এবং নির্যাতনের দায়মুক্তি আইন অবৈধ। সংসদ আইন করার ক্ষমতা রাখলেও মানুষ হত্যার দায়মুক্তির আইন করতে পারে না বলে হাইকোর্টের রায়ে বলা হয়েছে। সোমবার এ সংক্রান্ত রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ হয়েছে সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে।

বিগত বিএনপি জামায়াত জোট সরকারের আমলে পরিচালিত হয়েছিল আতঙ্ক তৈরি করা এক অভিযান- অপারেশন ক্লিনহার্ট। সেনাবাহিনীর নেতৃত্বে নৌ-বাহিনী, তৎকালীন বিডিআর এবং পুলিশের ৪০ হাজার সদস্য অংশ নেয় এই অভিযানে। সারাদেশে গ্রেপ্তার করা হয় ১১ হাজারেরও বেশি মানুষকে। ৫৭ জনের মৃত্যু হয় যৌথবাহিনীর হেফাজতে। যদিও সেই সময়ে সরকারীভাবে ১২ জনের মৃত্যুর কথা স্বীকার করা হয়। বলা হয়, এদের সবাই হার্ট অ্যাটাকে মারা গেছে।

২০০২ সালের অক্টোবর থেকে ২০০৩ সালের জানুয়ারি পর্যন্ত চলে এই গ্রেপ্তার এবং হত্যা আতঙ্ক। পরে ২০০৩ এর ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদে ‘যৌথ অভিযান দায়মুক্তি আইন, ২০০৩’ জারি করে তৎকালীন সরকার। এতে অপারেশন ক্লিনহার্টে যৌথবাহিনীর হেফাজতে ঘটা হত্যাকাণ্ড, মৃত্যু এবং নির্যাতনকে দায়মুক্তি দেওয়া হয়।

আইনটির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১২ সালের ১৪ জুন রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবিরা।