নিজস্ব প্রতিবেদক:
উত্তরা থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমেদসহ ছয়জনের বিচার শুরু হয়েছে।
ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। আগামী ২৪ অক্টোবর এই মামলার সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ ধার্য করেছেন বিচারক।
২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শক্ষিক মহিউদ্দিনসহ চারজনের বিরুদ্ধে উত্তরা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে পুলিশ। তদন্ত শেষে ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি মহিউদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়।
২০১০ সালের ২০ এপ্রিল মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে, ২০১১ সালের ৩ মে হাইকোর্ট থেকে জামিন পান তিনি। এরপর কারাগার থেকে মুক্তি মেলে তার।