রিজাল ব্যাংককে ২ কোটি ১০ লাখ ডলার জরিমানা

রিজাল ব্যাংককে ২ কোটি ১০ লাখ ডলার জরিমানা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

হ্যাকিংয়ের মাধ্যমে নিউইয়র্কের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের অর্থ চুরির ঘটনায় জড়িত ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংককে এক কোটি পেসো বা প্রায় ২ কোটি ১০ লাখ ডলার জরিমানা করার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংক শুক্রবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে। খবর রয়টার্সের। দেশটির কোনো ব্যাংকের ওপর ‘নজরদারিমূলক জরিমানার পদক্ষেপ’ হিসেবে এটাই সবচেয়ে বড় অংক বলে বিবৃতিতে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে আলাদা বিবৃতিতে রিজাল ব্যাংক বলেছে, এক বছরের মধ্যে ৫০০ মিলিয়ন পেসো করে এই জরিমানা পরিশোধ করা হবে।

অন্যদিকে নিউ ইয়র্কের অ্যাকাউন্ট থেকে চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে দেড় কোটি ডলার ফিলিপিন্স থেকে ফেরত আনার প্রক্রিয়া শুরু করেছে সফররত বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দল। দেশটির বিচার বিভাগের নির্দেশনা অনুযায়ী ওই পরিমাণ অর্থের মালিকানা দাবি করে শুক্রবার আদালতে মামলার সঙ্গে জমা দেওয়ার জন্য একটি হলফনামা তারা তৈরি করেছেন বলে রয়টার্স জানিয়েছে।

রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফেরত আনতে চলতি সপ্তাহেই বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ম্যানিলায় যান।