নিজস্ব প্রতিবেদক :
কোটা নিয়ে আন্দোলনকারিদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতি আস্থা রাখার আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এ বিষয়ে জাতীয় সংসদে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্য চুড়ান্ত। কোটা পদ্ধতি থাকবে না।
রোববার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন জারির দাবিতে আন্দোলনরত ছাত্রদের উদ্দেশে ওবায়দুল কাদের আরো বলেন, প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া থেমে নেই। সময়মতোই প্রজ্ঞাপন জারি করা হবে। এনিয়ে আন্দোলনের কিছু নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কথায় আস্থা রাখা উচিত।