নিজস্ব প্রতিবেদক :
মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের রিপোর্ট মিয়ানমার সরকার প্রত্যাখ্যান করলেও আন্তর্জাতিক সম্প্রদায় জানে, রোহিঙ্গা বিপর্যয়ের দায় মিয়ানমারের। নেপালে বিমসটেকের চতুর্থ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদান সম্পর্কে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ কথা বলেন।
তিনি জানান, বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ মোকাবেলা, আঞ্চলিক যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্য উন্নয়ন সম্পর্কে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতাদের সঙ্গে অলোচনা করবেন।
গত সোমবার রোহিঙ্গাদের ওপর চালানো নিপীড়ন ও গণহত্যা সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি। সেখানে জানানো হয়, রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের উদ্দেশ্যই ছিল গণহত্যা। এ জন্য মিয়ানমার সেনারা সেখানে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা ও ধর্ষণ করেছে। ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। রাখাইনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংসহ ছয় জেনারেলের বিচারের সুপারিশ করেছে জাতিসংঘ।
প্রতিবেদনটি প্রকাশের একদিন পরই তা প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে মিয়ানমার। রাষ্ট্র পরিচালিত পত্রিকা গ্লোবাল নিউজ লাইট অব মিয়ানমারের খবরে বলা হয়: সরকারের মুখপাত্র জ হ’তে বলেন, তারা জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটিকে মিয়ানমারে ঢুকতে দেননি। তাই মানবাধিকার পরিষদের বক্তব্যের সঙ্গে একমত নন এবং এর সুপারিশও তারা গ্রহণ করবেন না।