এটিএন টাইমস ডেস্ক:
পাবনা ও যশোরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ জনের মৃত্যু হয়েছে। পাবনার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে শুক্রবার ভোরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছে অজ্ঞাতপরিচয় এক সন্ত্রাসী।
র্যাব ১২ এর পাবনা ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বক্তারপুর গ্রামে অভিযানে গেলে সন্ত্রাসীরা তাদের উদ্দেশ্যে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছুঁড়লে অজ্ঞাত পরিচয় এক সন্ত্রাসীর মৃতু হয়।
ঘটনাস্থলে থেকে একটি পিস্তল ও তিনটি চাপাতি পাওয়া গেছে বলে র্যাব জানায় ।
এদিকে যশোর শহরের শেখহাটি নওয়াপাড়া গ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ীর নিহত হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে আধিপত্য বিস্তার নিয়ে নওয়াপাড়ায় একটি বাগানে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় মাদক ব্যবসায়ীরা। তাদের থামাতে ঘটনাস্থলে পুলিশ গেলে উল্টে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে তারা। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে অজ্ঞাত পরিচয় এক মাদক ব্যবসায়ী আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ষোষণা করেন।