গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও এর আশে-পাশে ১০ কিলোমিটার এলাকাব্যাপী যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোরে গাজীপুরের সুত্রাপুর এলাকায় একটি ট্রাক বিকল হয়ে যায়। সকালে ট্রাকটি সরাতেই শুরু হয় যানজট।

হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কে গরুবাহী ট্রাকসহ গাড়ির চাপ বেশি। এর ওপর রাতভর বৃষ্টিতে যানজটের মাত্রা বাড়িয়েছে। এছাড়া মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চলছে চার লেনের নির্মাণকাজ। এতেও বাড়ছে দুর্ভোগ। চন্দ্রা থেকে কোনাবাড়ি, জিরানী এবং সুত্রাপুর পর্যন্ত প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার এলাকাব্যাপী আটকে আছে শত শত গাড়ি।