মনের বন্ধুর সম্পর্ক নিয়ে সেশন

মনের বন্ধুর সম্পর্ক নিয়ে সেশন

শেয়ার করুন

ক্যাম্পাস প্রতিবেদক: ঢাকার ইএমকে সেন্টারে ১১ ফেব্রুয়ারি মানসিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান মনের বন্ধু সম্পর্ক ও সংযোগ নিয়ে একটি বিশেষ সেশন পরিচালনা করেছে। শহরের নাগরিক জীবনের ব্যস্ততায় নানা সংকট তৈরি হয়, সেই সংকট কাটিয়ে কিভাবে সম্পর্কগুলো আরও রঙিন ও সুন্দর করে তোলা যায় তা নিয়ে সেশন পরিচালনা করেন মনের বন্ধুর কাউন্সিলরেরা।

MB EMK

মনের বন্ধুর কাউন্সিলর সুমাইতা সাবা বলেন, ‘সম্পর্কোন্নয়নের দিকে আমাদের মনোযোগ দেয়া বেশ কঠিন একটি কাজই বলা যায়। যে কোনো সামাজিক সম্পর্কে সংঘাত তৈরি হয়, ইতিবাচক মন নিয়ে আমাদের সেই সব সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয়া উচিত।’ বিভিন্ন পেশার পেশাজীবীরা অংশ নেন সেশনে। এছাড়াও টিনএজার ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা অংশ নেন এই সেশনে। মনের বন্ধুর মনোবিদ মেহেদী মোবারক আমান জানান, ‘সব বয়সের মানুষের অনেক রকমের সম্পর্ক থাকে। কৈশোর থেকেই আমাদের সম্পর্ক তৈরি, সম্পর্কে রসায়ন তৈরির কৌশল জেনে বেঁচে থাকাকে আরও স্বার্থক করে তোলা উচিত।’