স্পেনের ঐতিহ্যবাহী উৎসব ‘লা টমাটিনা’

স্পেনের ঐতিহ্যবাহী উৎসব ‘লা টমাটিনা’

শেয়ার করুন

tomatina2908k
বিশ্বসংবাদ ডেস্ক :

হযে গেলে স্পেনের বিখ্যাত টমেটো প্রেমী স্প্যানিশদের অন্যতম প্রাণের উৎসব ‘লা টমাটিনা’।  প্রতি বছরের মতো এবারেও বুধবার স্পেনে হয়ে গেল টমেটো মাখামাখির এই উৎসব। ঐতিহ্যবাহী এই উৎসবের নাম ‘লা টমাটিনা’।

জেনারেল ফ্রাঙ্কোর সময়ে ১৯৫০ সালে খেলাটি বন্ধ হলেও পর তা আবারও শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে এ উৎসবের জনপ্রিয়তা বেড়েই চলছে। এবার স্পেনের বুনোল শহরে কেবল স্পেনের বাসিন্দারাই নয়,যুক্তরাষ্ট্র, কানাডা ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শত শত পর্যটক এখানে ছুটে আসেন।