স্থানীয় বীজই ভরসা আইরমারীর চরের কৃষকদের

স্থানীয় বীজই ভরসা আইরমারীর চরের কৃষকদের

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বন্যায় ক্ষতিগ্রস্ত কুড়িগ্রামের ৪ শতাধিক চরের অনেক জায়গা এখনও পতিত পরে আছে। যেসব চর বালু পড়ে ঢেকে গেছে সেখানে বাদাম, কালাইসহ বালু মাটিতে উৎপাদনশীল বীজ বুনলেও স্থানীয় বীজই ভরসা কৃষকদের।

তবে ভালো ফলনের জন্য উন্নত জাতের বীজ ও কৃষি বিভাগের সহায়তার প্রত্যাশা করছেন চরবাসীরা।

সীমান্তবর্তী এই চরের নাম আইরমারীর চর। কুড়িগ্রামের উলিপুরের সাহেবের আলগা ইউনিয়নের এই চর এবারের বন্যায় বালুতে ঢেকে গেছে। আবাদ করবার মতন জমি রয়েছে যতসামান্যই। বাড়ি-ঘর সংলগ্ন জমিতে সবজি করার পাশাপাশি বালু মাটিতে এখন কৃষকরা চেষ্টা করছেন বাদাম, খেসারিডালসহ ফসল উৎপাদনের।

স্থানীয়ভাবে পাওয়া বীজ বুনছেন প্রায় সকল কৃষক। তবে উন্নত বীজের পাশাপাশি কৃষিবিভাগের সহায়তায় শ্যালোমেশিনসহ সেচের সুযোগ সৃষ্টি করতে পারলে ভুট্টা, বোরো ধানসহ বিভিন্ন ফসল উৎপাদন সম্ভব বলে মনে করছেন চরবাসী।

জেলা প্রশাসন বলছেন, বন্যা পরবর্তী কৃষি প্রনোদনাসহ চরের কৃষির উন্নয়নে সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। ১৬টি নদ-নদীর ৪শতাধিক চরের কৃষির উন্নয়ন করলেই কেবল জেলার আর্থ সামাজিক পরিসি’তির উন্নতি সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা।