সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু, পর্যটনে আশার আলো

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু, পর্যটনে আশার আলো

শেয়ার করুন

CD
নিজস্ব প্রতিবেদক :

রোহিঙ্গা জনসমুদ্রের নেতিবাচক প্রভাব পড়েছে কক্সবাজারের পর্যটন শিল্পে। মৌসুম শুরু হয়েছে, আশানুরূপ পর্যটক নেই। সম্প্রতি সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হওয়ায়, আশার আলো দেখছেন হোটেল-মোটেল মালিক ও পর্যটন সংশ্লিষ্টরা।

প্রতি বছর অক্টোবরের শুরুতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে সৈকত নন্দিনী কক্সবাজার ও প্রবালদ্বীপ সেন্টমার্টিনসহ জেলার ঊপকুলের পর্যটন স্থাপনা।

তবে এবারের চিত্র একেবারেই ভিন্ন। রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে স্থবির হয়ে পড়েছে কক্সবাজারসহ উখিয়া-টেকনাফের পর্যটন শিল্প। এখনো জমে উঠেনি পর্যটন স্পটগুলো।

সাম্প্রতিক রোহিঙ্গা স্রোতে বন্ধ হয়ে যায় সেন্টমার্টিনে জাহাজ চলাচল। ফলে কক্সবাজার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয় ভ্রমণ পিপাষুদের মধ্যে। ১৩ নভেম্বর থেকে সেন্টমার্টিনে  আবার যাচ্ছে জাহাজ। পাশাপাশি পর্যটন স্পটগুলোতে  নজরদারি বাড়িয়েছে প্রশাসন।  একরণে পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন হয়তো ব্যবসা বাড়বে।

সংশিষ্টদের প্রত্যাশা, সকলের সহযোগিতায় আবার পর্যটকে ভরে উঠবে কক্সবাজারের বেলাভুমি।