শরতের ফ্যাশন

শরতের ফ্যাশন

শেয়ার করুন

14010072_823275627772491_1692726274_n সারাহ্ দীনা:

শুভ্রতার শরৎ চলে এসেছে। বর্ষার পরের এ ঋতুটির প্রথমদিকে সকাল সন্ধ্যা যে কোন সময় বিনা নোটিশেই ঝুম বৃষ্টি নামে। এই সময়ে তাই পোশাক নিয়ে ভাবতে হয় প্রতি দিন। কাজের প্রয়োজনে সকাল সন্ধ্যা যাদের বাইরে থাকতে হয় তাদের এই সময়ে হালকা ধরনের ফেব্রিক বেছে নেয়াই ঠিক হবে।

14012148_823275634439157_1981113091_nজর্জেট, সিল্ক প্রথম পছন্দ হতে পারে। এ সময়ে সুতি আর লিনেন এড়িয়ে যাওয়াটাই ভালো । সিল্ক, জর্জেট ভিজে গেলে তারাতারি শুকিয়ে যায়, তাই বিরম্বনা কম হয়। পোশাকের রঙে এ সময় গাঢ় রঙ বেছে নেয়াই ভালো। নীল বর্ষার রঙ, তাই নীলের বিভিন্ন শেড এ সময়ে জনপ্রিয়তা পাচ্ছে বেশ। এছাড়াও এখন ম্যাজেন্টা, কমলা, পাতা সবুজ, বেগুনী ও লালের ব্যবহার দেখা যাচ্ছে পোশাকে। সাদার শেড এখন এড়িয়ে যাওয়াই ভালো।

14009940_823275621105825_260574421_nড্রেসের ডিজাইনে এ সময়ে কিছু পরিবর্তন আনা যেতে পারে। যেমন ঢোলা কাটিং এড়িয়ে বেছে নেয়া যেতে পারে আঁটসাঁট কাটিং করা ডিজাইন। ব্যাবহার করা যেতে পারে রঙিন স্কার্ফ, ফেব্রিকে সিল্ক অথবা শিফন বেছে নিয়ে আরামাদায়ক হবে।

ডিজাইনের ক্ষেত্রে এসময়ে বাহুল্য না থাকাই ভালো। খুব সাধারণ ডিজাইন এখন আরামদায়ক হবে। ফুলেল প্রিন্ট এবার নজর কারবে। প্রিন্টের কামিজ অথবা টপস যদি প্রিন্টের হয় তাহলে স্কার্ফ এক রঙা, অথবা কন্ট্রাস্ট হলে ভালো মানাবে। আবার যদি এক রঙা কামিজ অথবা টপস হয় তবে তার সাথে প্রিন্ট, স্ট্রাইপ, চেক স্কার্ফ মানিয়ে যাবে খুব সহজে।

নতুন আসা বিভিন্ন কথা অথবা সিম্পল প্রিন্ট করা ফেব্রিকের জনপ্রিয়তা আরও বেশ কিছু দিন থাকবে। জিপার অথবা বাটন ব্যবহার করে এ ফেব্রিক দিয়ে সহজেই টপস অথবা কামিজ বানিয়ে নেয়া যায়, তেমন কোন অলংকরণ না করলেও চলে।

||লেখিকা: ঢাবি বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প বিভাগের শিক্ষার্থী||

||মডেল: নাবিলা ও কাব্য, ছবি: জাহিদ সৌরভ||