মিরপুরে ‘কঠিন চীবর দান’ অনুষ্ঠিত

মিরপুরে ‘কঠিন চীবর দান’ অনুষ্ঠিত

শেয়ার করুন

এটিএন টাইমস ডস্ক:

রাজধানীর মিরপুরে শাক্যমুনি বৌদ্ধ বিহারে উৎযাপিত হচ্ছে ২৯-তম কঠিন চীবর দান অনুষ্ঠান। চীবর শব্দটির অর্থ হলো ভিক্ষুদের পরিধেয় বস্ত্র।

এক সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত মধ্যবর্তী সময়ের মধ্যে সুতাকাটা, কাপড় বোনা, কাপড় সেলাই, ধোয়া ও শুকানো- এই যাবতীয় কাজ শেষ করে ভিক্ষুদের দান করতে হয়। নিয়ম-কানুনগুলো দাতা ও গ্রহীতা উভয়ের জন্যই পালন করা বেশ কঠিন, বিধায় এই অনুষ্ঠানটির নাম কঠিন চীবর দান। তৈরি চীবর দান, সমাজে শান্তির বার্তা ছড়িয়ে দেয় বলে বিশ্বাস বৌদ্ধ ধর্মালম্বীদের।

সাধারণের কঠিন পরিশ্রমে অনুষ্ঠানে বিহারের বর্ষাব্রত অধিষ্ঠান সফলভাবে পালনকারী পুণ্যপুত ভিক্ষু সঙ্ঘকে কঠিন চীবর দান করা হয়।