বরিশাল আর ভোলায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

বরিশাল আর ভোলায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

শেয়ার করুন

2
এটিএন টাইমস ডেস্ক :

বরিশাল আর ভোলায় ধরা পরছে  ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। উপকূলীয়  এলাকা ইলিশের গন্ধে সয়লাব।  জাটকা ও মা ইলিশ নিধন বন্ধে অভিযান অব্যাহত থাকায় এখন প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে নদীতে। আর অর্থনীতিতে এর প্রভাব লক্ষণীয়।

বরিশালের মেঘনাসহ  বিভিন্ন নদী ও সাগরে জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর রূপালি ইলিশ। জাটকা ও মা ইলিশ নিধন বন্ধে অভিযান অব্যাহত থাকায় এখন প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে নদীতে। জেলেরা বেজায় খুশি। দামও অনেক কম।

আষাঢ় থেকে ভাদ্র- এই ৩ মাস ইলিশের ভরা মৌসুম। প্রথম দিকে পাওয়া না গেলেও মৌসুমের শেষ সময়ে গত কয়েক দিন ধরে সাগর ও বরিশালের  বিভিন্ন নদীতে জেলেদের জালে ধরা পরছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ । কয়েক দিন আগেও দক্ষিণাঞ্চলের সবচেয়ে ইলিশের বড় মোকাম বরিশাল নগরীর র্পোট রোডে প্রতিদিন ইলিশের আমদানি ছিলো মাত্র ৩শ থেকে ৫শ মণ। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার মণে। ফলে জেলে ও আড়ৎদাররা ইলিশ মাছ বেচা কেনায় ব্যস্ত সময় পার করছেন। তবে কিছু অভিযোগও আছে জেলেদের।

এখন সাগর ও নদীতে প্রচুর ইলিশ ধরা পড়লেও সাগরে ইলিশ ধরা পড়ছে বেশি। রপ্তানি বন্ধ থাকায় ইলিশের দামও নাগালে ।
bhola Ilish-3
মা ও জাটকা ইলিশ সংরক্ষণে অভিযান সফলভাবে পরিচালনাই সাগর ও নদীতে প্রচুর ইলিশ মাছ পাওয়া যাওয়ার প্রধান কারণ বলে মনে করছেন বরিশালের জেলা মৎস্য কর্মকর্তা ড. তপন কুমার পাল।

এদিকে ইলিশ মৌসুমর শুরুর দিকে ভোলায় জেলেরা ইলিশের দেখা পায়নি। তবে গত কয়েকদিন জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় জেলে পল্লী ও মৎস্য কেন্দ্রগুলো এখন মূখরিত। যদিও গত বছরের তুলনায় এবার ইলিশের পরিমাণ কম।

ইলিশের মৌসূম জুন-জুলাইয়ে ইলিশ না পাওয়ায় গত দু’মাস  চরম হতাশা ভোলার প্রায়  এক লাখ জেলে পরিবারে। সংসার চালানোর খরচ  দূরে থাক, মাছ শিকারে যাওয়ার খরচও উঠছিলো না।

তবে গত কয়েকদিন ধরে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। জেলার সাগর মোহনার মনপুরা, ঢালচর ও চরনিজামের মেঘনায় ইলিশ ধরা পড়ছে সবচেয়ে বেশি।

ভোলার ৭ উপজেলার  একশ ২৭ টি মৎস্য অবতরণ কেন্দ্র বা ইলিশের মোকাম রয়েছে। এসব মোকামে প্রায় এক হাজার দু-শ আড়ত আছে। যেখান থেকে প্রতিদিন ইলিশ যাচ্ছে বরিশাল, চাঁদপুর ও ঢাকার বিভিন্ন পাইকারি মোকামে। তবে তুলনামুলকভাবে এখানকার ইলিশের দাম একটু বেশি, ৫শ থেকে ৬শ গ্রামের ইলিশ ৬৫০ থেকে ৭০০ টাকা এবং ৯শ গ্রামের ইলিশের দাম এক হাজার টাকা।

ইলিশের এই প্রাপ্তিতে জেলেরা তাদের লোকসান কাটিয়ে উঠতে পারবে বলে আশা ভোলার সিনিয়র মৎস্য কর্মকর্তা
মো. আসাদুজ্জামানের।