বছর ঘুরে ঐতিহ্যবাহী জুমের ফসল এসেছে পাহাড়ে

বছর ঘুরে ঐতিহ্যবাহী জুমের ফসল এসেছে পাহাড়ে

শেয়ার করুন

39249773_303খাগড়াছড়ি প্রতিনিধি :

বছর ঘুরে ঐতিহ্যবাহী জুমের ফসল এসেছে পাহাড়ে। জুমিয়া আদিবাসীদের ঘরে ঘরে এখন নবান্ন উৎসবের আমেজ। প্রথাগত জুমচাষ ধারার পরিবর্তে এবার আধুনিক চাষ পদ্ধতিতে ভালো ফলন পেয়ে খুশিয়া জুমিয়ারা।

জুমচাষ পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জুমিয়াদের জীবন ও জীবিকানির্ভর ঐতিহ্যবাহী চাষ পদ্ধতি। জুমের ধান, ভুট্টা, মারফা, তিলসহ বিচিত্র রকমের ফসল করে, সারা বছরের খাদ্য সংগ্রহ করে থাকেন তারা। এরই মধ্যে কোথাও কোথাও জুমের ধান কাটা শুরু হয়েছে। হাইব্রিড জাতের ধান আগে পেকেছে, তাই কাটা হচ্ছে আগেই। এবার ভালো ফলন হওয়ায় খুশী জুমিয়ারা।

জুম চাষে পাহাড় বদলানোর রেওয়াজ আছে। এতে দেখা দেয় ভূমির সঙ্কট। এ সমস্যা মেটাতে গবেষণা করছে বাংলাদেশ কৃষি ফাউন্ডেশন। এ ছাড়াও, অধিক উৎপাদনশীল জুমচাষের উপায় বের করতে, সার-কীটনাশকের পরিমিত ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। গত চার বছরে ভালোই সফলতা মিলেছে এ গবেষণায়।

গবেষনার ফলাফল থেকে পাওয়া অভিজ্ঞতা ও জ্ঞান মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে পারলে, জুম চাষে বৈপ্লবিক পরিবর্তন আসবে। জুমিয়াদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হবে। এমনই প্রত্যাশা, কৃষিবিদ ও কৃষি বিজ্ঞানীদের।