ফেনীর মাদ্রাসা ছাত্রীকে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

ফেনীর মাদ্রাসা ছাত্রীকে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

শেয়ার করুন

3
টাঙ্গাইল প্রতিনিধি.

ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে টাঙ্গাইলের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। আজ শুক্রবার টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক তানভিরুল ইসলাম হিমেল, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সদস্য মিলন মাহমুদ, ইমদাদুল হক সাজ্জাদ, শহর ছাত্রলীগের সদস্য আকাশ আহমেদ, সরকারি সাদত কলেজের ছাত্র মাসুদ আহমেদ, সরকার ইমন প্রমুখ।
মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শতাধীক ছাত্রছাত্রী অংশ নেয়।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল সকালে নুসরাত আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় গেলে মুখোশ পরা চার-পাঁচজন তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। নুসরাত অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই দিন রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় নুসরাত মারা যায়।

মো. নাসির উদ্দিন
টাঙ্গাইল
১২.৪.১৯