পৃথিবীতেই নরক দেখছে রোহিঙ্গা শিশুরা!

পৃথিবীতেই নরক দেখছে রোহিঙ্গা শিশুরা!

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনা নির্যাতনের জন্য রোহিঙ্গা শিশুরা ‘নরকতুল্য’ পরিস্থিতির মধ্যে রয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। শুক্রবার জাতিসংঘের শিশু তহবিল সংস্থা ইউনিসেফ এক প্রতিবেদন জানানো হয়, মিয়ানমারে সহিংসতার কারণে বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় ৬ লাখ রোহিঙ্গা মুসলীম শিশুরা পৃথিবীতের নরকের মধ্যে বসবাস করছে।

প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গাদের মধ্যে ৫৮ শতাংশ শিশুই বাংলাদেশের কক্সবাজারে শরনার্থী ক্যাম্পগুলোতে গত ৮ সপ্তাহে জনাকীর্ণ, কাদাযুক্ত এবং বিপর্যস্ত জীবন যাপন করছে। ঐসব শিশুদের প্রতি ৫ জনের মধ্যে ১ জনই অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছেন ইউনিসেফের প্রতিবেদক সিমন ইনগ্রাম।

এছাড়া এক বিবৃতিতে ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক বলেন, রোহিঙ্গা শিশুরা মিয়ানমারের রাখাইন রাজ্যে যে সকল নৃশংশতা সচক্ষে দেখেছে তা তাদেরকে মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত করেছে।