পাহাড় ধসের শোক কাটিয়ে চট্টগ্রামে জমে উঠেছে ঈদের বাজার

পাহাড় ধসের শোক কাটিয়ে চট্টগ্রামে জমে উঠেছে ঈদের বাজার

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম বিভাগে পাহাড়ধসের মহাদুর্যোগের মাঝেও থেমে নেই ঈদের কেনাকাটা। এবার হালকা রঙের সুতির কাপড়কেই প্রাধান্য দিয়েছে চট্টগ্রামের ফ্যাশন হাউজগুলো। বোনা হাতের কাজ, কারচুপিতে জমিন অলঙ্কৃত দেশীয় ব্র্যান্ডের পোশাক কদর পাচ্ছে ক্রেতাদের কাছেও।

গিরিঙ্গী, বাহুবলী কিংবা লাসা। ভারতীয় এসব পোশাকে শপিংমলগুলো ভরপুর থাকলেও চট্টগ্রামে দেশীয় শিল্পীদের তৈরি করা পশ্চিমা ধাঁচের পোশাক রয়েছে ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে। নারী-পুরুষ-শিশু সব বয়সীদের কথা চিন্তা করেই শিল্পীরা সাজিয়েছেন পোশাকের এই ডালা।

দেশীয় এসব পোশাক সব ধরনের উৎসবের জন্যই উপযোগী । যার কারণে ক্রেতারাও কিনছেন স্বচ্ছন্দে। আর এতে সন্তুষ্ট পোশাক শিল্পীরাও।

অন্যদিকে এবারের ঈদে থাকবে বর্ষা ও গরমের প্রকোপ। সে বিষয়টি বিবেচনায় রেখেই এবারের ঈদ পেশাকের নকশা করছেন ডিজাইনাররা।

নগরীর নিউমার্কেট, আফমি প্লাজা, সেন্ট্রাল প্লাজা, টেরিবাজারসহ সব মার্কেটেই ক্রেতাদের উপস্থিতি লক্ষ্যনীয়। এছাড়া মার্কেটগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযানের কারণে দামও অনেকটা নাগালের মধ্যে।