নড়াইলে ইলোরার সূচিকর্মে বঙ্গবন্ধু পরিবার ও অন্যান্য

নড়াইলে ইলোরার সূচিকর্মে বঙ্গবন্ধু পরিবার ও অন্যান্য

শেয়ার করুন

Screenshot (84)ছবি -এটিএন টাইমস
।। কার্ত্তিক দাস, নড়াইল ।। 
ঘরের পাশেই বিশ্বখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের বাড়ি । শৈশব থেকে শিল্পীর রং তুলির আচড়ের খেলা
স্বচোখে দেখেছেন ইলোরা পারভীন । নানা রংয়ের সংমিশ্রণে একটি ছবিকে কেমন করে জীবন্ত ফুটিয়ে তোলা যায়
খুব কাছে থেকে দেখে তা মনে গেথে রেখেছেন । শিল্পী আজ বেচে নেই ।আছে শুধু তার রেখে যা্ওয়া চিত্রকর্মগুলো ।
ইলোরা পারভীন যখন ছবি আকতে শিখেছেন তখন তিনি কিশোরী । মাঝবয়সী ইলোরা এখন দুই সন্তানের জননী ।
শিল্পী সুলতানের অনুপ্রেরণায় ইলোরার এ পথে হাটা । তবে রং তুলির আচড়ে নয় ,সূচিকর্মে তিনি নানা ধরনের
দৃষ্টিনন্দন ছবি একে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন । বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের পরিবারের ছবি । যে ছবিগুলো তিনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চান ।
ইলোরার বাড়ি নড়াইল পৌর সভার মাছিমদিয়া গ্রামে । পয়ত্রিশ বছর আগে শিল্পী সুলতান এবং তার শিষ্য দুলাল
সাহার অনুপ্রেরণায় সুই-সূতায় ছবি আকা শিখেছেন । ইলোরার বয়স এখন ৪৫ বছর । এর আগে অবশ্য শখের
বসে বাল্যকালে তিনি পাঞ্জাবী , শাড়ী , বিছানার চাদরসহ নানা রকমের পোষাকে সূই-সূতার দৃষ্টি নন্দন শৈল্পিক
কাজ করার অভ্যাস রপ্ত করেন ।
বাবা হাবিবুর রহমান ছিলেন শিল্পী সুলতানের ঘনিষ্ট বন্ধু । সেই সুবাদে শিল্পীর সান্নিধ্য লাভ করে রং তুলির
কৌশল শিখতে থাকে ইলোরা । ১৯৯৪ সালের ১০ অক্টোবর শিল্পী সুলতান মারা গেলে তার শিষ্য দুলাল সাহার
কাছে্ ছবি আকার কাজ শিখতেন ।
আলাপের শুরুতেই ইলোরা জানালেন , ১৯৯৮ সালে ঢাকা ইডেন কলেজ থেকে দশন বিভাগে দ্বিতীয় শ্রেণিতে
মাষ্টার্স পাশ করি । একটি বইয়ের মলাটের ওপর বঙ্গবন্ধুর ছবি দেখে সুই-সূতায় কিভাবে ফুটিয়ে তোলা যায় তা
চর্চ্চা করতে থাকি । সেই থেকে সুই-সূতায় ছবি আকা শুরু । তিনি বলেন , সুই-সূতায় কাজ করতে গেলে মানুষের
গলা , হাত , পরনের কাপড়ের ভাজ তুলতে সময় বেশি লাগে । কোনো কোনো ছবির চোখ আকতেই প্রায় তিন সপ্তাহ
লেগে যায় । কাজের সময় অন্য মনষ্ক হলেই পুরো কাজটা নষ্ট হয়ে যায় । এ জন্য বেশিরভাগ সময় তিনি রাতে
নিরিবিলি পরিবেশে সুই-সূতার কাজ করতেন । ১৯৯৮ থেকে ২০১৭ সাল পযন্ত তিনি মোট ৩৫টি শিল্পকম শেষ
করেছেন । এর মধ্যে বেশিরভাগই হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের ছবি ।
ইলোরার বাড়ির একটি কক্ষের ফ্রেমে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে ৩৫টি চিত্রকম । এর মধ্যে ১৭টি
চিত্রকমই জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের । বঙ্গবন্ধুর একক সাতটি ছবি । আছে বঙ্গবন্ধুর মা-বাবা
, ছোট ছেলে শেখ রাসেলের ছবি । শেখ হাসিনা ও ছেলে জয় , সুলতানা কামালের ছবি । বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ,
শেখ হাসিনার পাচ ভাই বোনের গ্রুপ ছবি । এছাড়া ভাষা আন্দোলন , রায়ের বাজারের বধ্যভূমি , জাতীয় সম্পদ ,
বিশ্ব কবি রবী ঠাকুর , বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম , শিল্পী এস এম সুলতান , নববধূ , পাখি , নিজের মা
নূরজাহান বেগম , ভাই ওয়াহিদুজ্জামানসহ নিজের একটা ছবিও সুই-সূতায় একেছেন । প্রতিটি চিত্রকমে দিন ও
তারিখ লেখা আছে ।

ছবিগুলোর মধ্যে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিটির দৈর্ঘ্য ৩০“ প্রস্থ ২১“ । বঙ্গবন্ধুসহ শেখ হাসিনার পাচ
ভাই বোনের ছবিটির দৈর্ঘ্য ও প্রস্থ একই মাপের । পাচ ফুট দৈর্ঘ্য ও তিন ফুট প্রস্থের ভাষা আন্দোলনের
ছবিটি তৈরি করতে সময় লেগেছে দুই বছর । ৪২/২০ ইঞ্চি মাপে শেখ হাসিনা ও তার পাচ ভাই বোনসহ বধ্যভূমির
ছবি তৈরি করতে সময় লেগেছে চার মাস । তিনি বলেন ,ছবিগুলো একটি জাতীয় দৈনিকে প্রকাশ করা হলে তা দেখে
সুই-সূতায় তৈরি করা হয় । এছাড়া ঘোড়ায় চড়ে রাজা পালকিতে নববধূকে নিয়ে বাড়ি ফিরছেন এমন ছবিও সুই-সূতায়
তৈরি করেছেন ।
সাত ভাই বোনের মধ্যে ইলোরা পঞ্চম । ১৯৯৯ সালে মো: ফয়জুল্লাহ বিশ্বাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন
দাম্পত্য জীবনে দুই মেয়ে হুমাইয়ারা ফয়েজ ও নাসিফা ফয়েজ । সুই-সূতায় তৈরি ছবির কারিগর শিল্পী ইলোরা
পারভীন নড়াইলের গৌরব ।