নান্দুস ও ক্রিমসনকাপকে চার লাখ টাকা জরিমানা

নান্দুস ও ক্রিমসনকাপকে চার লাখ টাকা জরিমানা

শেয়ার করুন

nandosনিজস্ব প্রতিবেদক :

অস্বাস্থ্যকর ও মেয়াদহীন খাবার রাখায় নান্দুস ও ক্রিমসনকাপকে চার লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর রোডের অভিজাত দুটি রেস্তোরাঁয় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় নান্দুসে অস্বাস্থ্যকর খাবার রাখায় ২ লাখ টাকা জরিমানা এবং রেস্তোরাঁর ব্যবস্থাপককে ১৫ দিনের জেল দেয়া হয়।

এরপর ক্রিমসনকাপ নামের আরো একটি রেস্তোরাঁকে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কেক ও পাউরুটি উৎপাদন করায় ২ লাখ টাকা জরিমানা করা হয়। তাছাড়া রেস্তোরাঁয় থাকা একটি গোপন কক্ষ বন্ধ করে দেয়ার নির্দেশও দেয় ভ্রাম্যমান আদালত।