ধানমন্ডিতে শুরু হয়েছে ১০ম বার্ষিক বনসাই প্রদর্শনী

ধানমন্ডিতে শুরু হয়েছে ১০ম বার্ষিক বনসাই প্রদর্শনী

শেয়ার করুন

1409238486_3নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর ধানমন্ডিতে শুরু হয়েছে ১০ম বার্ষিক বনসাই প্রদর্শনী। নানা জাতের বিচিত্র ধাচের বনসাইয়ের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি এখানে থাকছে সেগুলা কেনার সুযোগও।

প্রকৃতিতে আপন নিয়মে বেড়ে ওঠা বড় বৃক্ষের এ যেন ক্ষুদ্র সংস্করণ। পার্থক্য শুধু প্রকৃতি নিজের খেয়ালে যেখানে নিজেকে সাজায়, এখানে কেবল তারই সাথে ব্যাক্তি মনের শিল্প আর নিষ্ঠার যোগ।

বড় গাছের ছোট শিল্পকর্মের সেই প্রদর্শনী চলছে রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। ২৫০ প্রজাতির বনসাই প্রদর্শিত হবে এখানে। ব্যাক্তিগত সংগ্রহে রাখার সাথে বনসাই সম্পর্কে হাতে কলমে জানার সুযোগও রয়েছে। এই প্রদর্শনী ঘুরে জাতীয় সংসদের স্পিকার কেবল নান্দনিকতা নয়, বনসাইয়ের অর্থনৈতিক দিকটিও তুলে ধরেন।

এই আয়োজনের সার্বিক সহযোগিতা করছে ইফাদ গ্রুপ। যার কর্ণধার শিল্পের সাথে ঘটাতে চান সবুজের সম্মিলন।  আয়োজকরা বলছেন, শহরে বড় হওয়া আগামী প্রজম্নকে প্রকৃতিকে ভালবাসতে শেখানোটাই উদ্দেশ্য তাদের।

উদ্বোধন শেষে অতিথিদের হাতে বনসাই তুলে দেন আয়োজকরা। এ প্রদর্শনী চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।