দুর্গোৎসবের মাত্র দু’দিন বাকি: মন্ডপে মন্ডপে চলছে সাজ-সজ্জার কাজ

দুর্গোৎসবের মাত্র দু’দিন বাকি: মন্ডপে মন্ডপে চলছে সাজ-সজ্জার কাজ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

শারদীয় দুর্গোৎসবের আর মাত্র দু’দিন বাকি। চলছে দেবী দুর্গাকে সাজ-সজ্জার কাজ, চলছে মণ্ডপ সজ্জার কাজও। প্রতিমা গড়ার কাজ শেষ। নরসিংদীর মণ্ডপগুলোতে এখন চলছে রংয়ের প্রলেপ ও অঙ্গসজ্জার কাজ। দেবীকে পূর্ণ রূপ দিতে, মনের মাধুরী মিশিয়ে রং তুলির আঁচড়ে প্রতিমা সাজাচ্ছেন শিল্পীরা।

নরসিংদী জেলায় এবার পূজার সংখ্যা বেড়েছে। গত বছর ৩১৭টি পূজা হলেও, এ বছর ৩২৮টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। দুর্গোৎসবকে নির্বিঘ্ন করতে মণ্ডপগুলোতে সিসি ক্যামেরার পাশাপাশি পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবেন। জানিয়েছেন পুলিশ সুপার।

খাগড়াছড়ি জেলার ৯ উপজেলায় এবার ৪৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ পূজা উদযাপনে, আইন শৃংখলাবাহিনী যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেবে বলে আশা আয়োজকদের। কক্সবাজারের মণ্ডপগুলোতেও চলছে শেষ মুহূর্তের সাজ-সজ্জার কাজ।

তবে সীমান্তে উত্তেজনা ও রোহিঙ্গা পরিস্থিতি শঙ্কায় ফেলেছে এখানকার হিন্দু সম্প্রদায়কে। বাড়তি নিরাপত্তার আশ্বাস দিয়েছে প্রশাসন।