দীর্ঘ ছুটিতে বান্দরবান- কক্সবাজারে পর্যটকদের ভিড়

দীর্ঘ ছুটিতে বান্দরবান- কক্সবাজারে পর্যটকদের ভিড়

শেয়ার করুন

1_27900এটিএন টাইমস ডেস্ক :

পর্যটন জেলাগুলো এ সময় তেমন একটা ভিড় দেখা যায় না। বুদ্ধ পূর্ণিমা, মে দিবস ও পবিত্র শবে বরাতের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলে গড়েছে সাম্প্রতিক সময়ের বড় ছুটির রেকর্ড। আর তাতেই পর্যটকদের ঢল নেমেছে সমুদ্র শহর কক্সবাজার ও পার্বত্য জেলা বান্দরবানে।

এ যেন এক সুবর্ণ সুযোগ। প্রায় ৯ দিনের দীর্ঘ ছুটি। ঈদের আগে আর কোনো বড় ছুটি নেই। তাই, পরিবার বা বন্ধুদের সঙ্গে সমুদ্রবিলাসে বেরিয়ে পড়েছেন অনেকেই। কক্সবাজারে এখন ভ্রমণপ্রিয় মানুষের ঢল। মহা-আনন্দে দীর্ঘ ছুটির ফাঁদে তারা সপেছেন প্রাণ।

লম্বা ছুটির ধাক্কায় হোটেল-মোটেলে ঠাঁই নেই। পোর্যটকের ভিড় মানে ভালো ব্যবসা। খুশি মনেই তাই অতিথি আপ্যায়ন করছেন হোটেল কর্তৃপক্ষ।

এই বিপুলসংখ্যক পর্যটকের জন্য প্রশাসনও নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

পর্যটকদের আরেক প্রিয় ভূমি বান্দরবান। মেঘলা, নীলাচল, স্বর্ণমন্দির, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরিসহ সব পর্যটন কেন্দ্রেই এখন মুখর মানুষ।এত বড় ছুটি, মিলন মেলার মতো আনন্দ ছড়িয়ে দিয়েছে শিশু-নারী-পুরুষ সকলের প্রাণে।

আশা ছিল হয়তো আরো একটু বেশি। তবু, দীর্ঘদিন পর এত পোর্যটকদের আগমনে খুশি ব্যবসায়ীরা।

পর্যটকদের নিরাপত্তায় এই পার্বত্য জেলায়ও প্রশাসন নিয়েছে বাড়তি সর্তকতা।