ঢাকায় শিহানদের ঢাকা নিয়ে এক কদম

ঢাকায় শিহানদের ঢাকা নিয়ে এক কদম

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: ব্যস্ত ঢাকার বৈচিত্র্য, মানুষের বেঁচে থাকা, অতীতের অংক পেরিয়ে বর্তমানে এই শহর নিয়ে নানা চিত্রকর্মের এক প্রদর্শনী চলছে ঢাকায়। আর্ট কিউরেশন প্লাটফর্মের আয়োজনে ঢাকার কারওয়ান বাজারেরর এজে টাওয়ারে চলছে এক কদম আর্ট শো। ৬ জানুয়ারি এক কদম আর্ট শোর উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী, চিত্রশিল্পী মনিরুল ইসলাম, ওয়াকিলুর রহমান, ফিরোজ মাহমুদ, বিশ্বজিৎ গোস্বামী, অধ্যাপক আবুল বারক আলনী, এবং অধ্যাপক মো. আনিসুজ্জামান উপস্থিত ছিলেন।

ek kodom art show (2)

ভিন্নতা আর অভিন্নতায় ঢাকা শহরের বিভিন্ন বিষয়কে রং-তুলি আর ভাস্কর্য্যের মাধ্যমে শিল্পী আজিজি ফাওমি খান, রাকিব আনোয়ার ও আনিসুজ্জামান ফারুক তৈরি করেছেন ভিন্ন এক জগত। এক কদম আর্ট শো চলবে। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত।আর্টশোর কিউরেটর হাছিব জুবেরী জানান, প্রদর্শনীতে আমরা ঢাকার অধিবাসী হিসেবে সাধারণ ঢাকাকে যেভাবে দেখি না, সেইভাবেই তুলে ধরার চেষ্টা করছি। সরল রেখায় আমাদের শহরটা বেশ জটিল, এক শহরে এত মানুষের বাস-পৃথিবীর অনেক জায়গাতেই নেই। সেই শহরের গল্প, সেই শহরের রং নিয়েই এক কদম আর্ট শো।’

ek kodom art show

ঢাকার তরুণদের সৃজনশীল ভাবনাকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে উপস্থাপনের জন্য আয়োজন করা হয়েছে এই শো। শিল্পী আজিজি ফাওমি খান জানান, ‘আমাদের প্রচেষ্টা ছিল এই শহরকে একটু আলাদাভাবে দেখা। কয়েক মাস ধরে আমরা এই শহরের নানা বিষয় নিয়ে কথা বলেছি, ভেবেছি; সেই ভাবনার অংকের ফলাফল এই প্রদর্শনী।’ শহরের মানুষকে শহরকে জানাতে বিভিন্ন চিত্রকর্ম ও স্থাপত্য প্রদর্শনীতে দেখা যাচ্ছে। শিল্পী রাকিব আনোয়ার জানান, ‘এই শহরটা আমাদের। সেই শহরের গল্প নিয়েই আমরা কাজ করতে চাই, ছবি আকার জন্যই এই প্রদর্শনী।’