ইলিশশূন্য চাঁদপুর

ইলিশশূন্য চাঁদপুর

শেয়ার করুন

Chadpur20150814144708চাঁদপুর প্রতিনিধি :

ইলিশ নেই চাঁদপুরে। নদী থেকে জেলেরা ফিরছেন খালি হাতে। ইলিশের মোকামও শূন্য। মৎস কর্মকর্তারা অবশ্য বলছে, এ সময়ে এমটাই স্বাভাবিক। আগস্টের শেষ থেকে কাঙ্ক্ষিত মাছ পাওয়া যাবে।

‘ইলিশের বাড়ি চাঁদপুর’- এই স্বীকৃতি দিয়েছে সরকার। রুপালি ইলিশের কথা উঠলে প্রথমেই আসে চাঁদপুরের নাম। দেশে-বিদেশে চাঁদপুরের ইলিশের খুবই সুনাম। অথচ, বুক ভরা আশা নিয়ে জাল ফেলে, হতাশ হয়ে ফিরছেন চাঁদপুরের জেলেরা। মেঘনা নদীতে চর আর ডুবোচর বেড়ে যাওয়ার কারণেই এ দুরবস্থা বলে মনে করেন তারা।

জেলেরা বললেন, ‘এবার বৃষ্টি হয়েছে প্রচুর। তবু মাছ নেই। আড়তও প্রায় মাছ শূন্য।’ তবে সামনে প্রচুর মাছ মিলবে, এমন আশা করছেন ব্যবসায়ীরা।

জাটকা রক্ষা কার্যক্রম সঠিকভাবে পালন করা হয়েছে। উপকূলেও ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। তাই, আগস্টের শেষ থেকে আগামী জানুয়ারি পর্যন্ত নদীতে কাঙ্ক্ষিত ইলিশ মিলবে, বলে জানালেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, চাঁদপুর এর ইলিশ গবেষক, ড. আনিসুর রহমান জানালেন, ইলিশের মৌসুম মাত্র শুরু হয়েছে। এ সময়ে নদীতে ইলিশের স্বল্পতা স্বাভাবিক। নদীতে ধীরে ধীরে বাড়বে ইলিশের পরিমাণ।