ডেস্ক রিপোর্ট :
গত মঙ্গলবার শিশু দিবস উপলক্ষ্যে (২০ নভেম্বর) ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে আয়োজন করা হয় ‘শিশু উৎসব’। শিশুদের নিয়ে ভিন্নধর্মী এ আয়োজন করে সৌহার্দ্য নামে একটি অলাভজনক সংস্থা।
উৎসবের আয়োজনের মধ্যে ছিলো শিশুদের ফুল দিয়ে বরণ করা, কেক কাটা, সাংস্কৃতিক পর্ব, মজাদার বিভিন্ন খেলার আয়োজন ও মেহেদী উৎসব। পরবর্তীতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ ও অংশগ্রহণকারী শিশুদের মাঝে খেলনা বিতরণ করা হয়। এ ছাড়া ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। এতে শিশুরা গান, নাচ ও কবিতা আবৃত্তি করে।
সৌহার্দ্য জাতিসংঘ ঘোষিত শিশু দিবসটিতে প্রতিবছর সৌহার্দ্য স্কুলের শিশুদের নিয়ে শিশু উৎসবের আয়োজন করে থাকে। ‘ভালোবেসে পাশে দাঁড়াই’ এই স্লোগানকে সামনে রেখে ২০১৫ সালের ১৭ জুন প্রতিষ্ঠিত হয় সৌহার্দ্য। ধানমন্ডির শংকরে অবস্থিত সৌহার্দ্য স্কুলের মাধ্যমে তারা ৪০ জন সুবিধাবঞ্চিত শিশুকে বিনামূল্যে শিক্ষাদান করে সংগঠনটি।