৩৮ তম বিসিএসের লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ

৩৮ তম বিসিএসের লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ

শেয়ার করুন

48484নিজস্ব প্রতিবেদক :

৩৮ তম বিসিএস লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। পিএসসির ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরীক্ষা আগামি ৮ অগাস্ট থেকে ১৩ অগাস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকার ১০ টি কেন্দ্রে এবং ঢাকার বাইরে ৭ বিভাগের ৭ টি কেন্দ্রসহ মোট ১৭ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্টিত হবে।

গত বছরের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২৮ ফ্রেব্রুয়ারি প্রকাশিত ফলাফলে ১৬ হাজার ২৮৬ জন লিখিত পরীক্ষার জন্য উর্ত্তীণ হন।

এই বিসিএসে রেকর্ড সংখ্যক ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন। এই বিসিএসে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এর মধ্যে প্রশাসন ক্যাডারের ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ রয়েছে।

আসন বিন্যাসের লিঙ্ক:

http://bpsc.portal.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/807e2fd3_bf33_456f_8815_ede250dea36b/scan0261.pdf