সুনামগঞ্জের কুস্তি খেলা

সুনামগঞ্জের কুস্তি খেলা

শেয়ার করুন

pic kusti sunamgonj

।। সুনামগঞ্জ প্রতিনিধি ।।
সুনামগঞ্জ সদর উপজেলার জলিলপুর গ্রামের মাঠে বুধবার চার গ্রামের মানুষের মধ্যে প্রীতি কুস্তি খেলা অনুষ্ঠিত হয়েছে। এলাকার বিপুল সংখ্যক মানুষ দিনভর এই খেলা উপভোগ করেন।
আয়োজকেরা জানান, বুধবারের খেলায় একদিকে ছিলেন সদর উপজেলার জলিলপুর, ফিরোজপুর ও ফকির নগরের খেলোয়াড়, অনদিকে ছিলেন জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফুলভরী গ্রামের খেলোয়াড়েরা। এর আগে সদর উপজেলার এই তিন গ্রামের খেলোয়াড়েরা প্রীতি কুস্তি খেলেন ফুলভরী গ্রামে গিয়ে। পরে তারা নিজেদের এলাকায় খেলতে আমন্ত্রণ জানিয়ে আসেন ফুলভরী গ্রামের মানুষজনদের। সে অনুযায়ী বুধবার খেলা হয় জলিলপুর গ্রামের মাঠে।
আয়োজকদের একজন জলিলপুর গ্রামের বাসিন্দা মইন উদ্দিন জানান, প্রথম পর্বে দুই পক্ষের ৬০ জন খেলোয়াড় অংশ নেন। বিকেলে চূড়ান্ত পর্বে অংশ নেন ১৬ জন। খেলায় বিজয়ী হয়েছে জলিলপুরর গ্রাম।
ফুলভরী গ্রামের বাসিন্দা ইউিনয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান বলেন, এটা গ্রামবাংলার ঐতিহ্য। এসব খেলায় হারজিৎ বড় নয়, উৎসবটাই বড়। এতে গ্রামে গ্রামে মানুষে- মানুষে সৌহার্দ্য বাড়ে। সুনামগঞ্জের হাওর এলাকার মানুষ তাতে আনন্দ পান।
বুধবারের খেলায় মূল রেফারির দায়িত্ব পালন করেন জহুরুল ইসলাম। খেলা পরিচালনায় সহযোগিতা করেন আবদুর জাহান, আস্বাব আলী প্রমুখ।