রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ মিছিলে মালয়েশিয়ান প্রেসিডেন্ট

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ মিছিলে মালয়েশিয়ান প্রেসিডেন্ট

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের ওপর চলমান দমননীতির বিরুদ্ধে অনুষ্ঠিতব্য এক মিছিলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। মিয়ানমারের সেনাবাহিনীর সংঘটিত রোহিঙ্গা নিধনযজ্ঞের প্রতিবাদে কুয়ালালামপুরে ৪ ডিসেম্বর সমাবেশের আয়োজন করা হয়েছে।

দেশটির উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নাজিব রাজাকের নেতৃত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী ছাড়াও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেবেন।

এদিকে মালয়েশিয়ার জাতীয় ফুটবল দলের এক মুখপাত্র জানিয়েছেন, রোহিঙ্গাদের ওপর দমন-পিড়নের প্রতিবাদে মিয়ানমারের সঙ্গে অনূর্ধ্ব-২২ ফুটবলের দুটি প্রীতি ম্যাচ বাতিল করেছে মালয়েশিয়া।

জাতিসংঘ এরইমধ্যে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে, রোহিঙ্গা জনগোষ্ঠীকে জাতিগতভাবে নির্মূল করার অভিযোগ এনেছে। এবারের সংঘর্ষে রাখাইন রাজ্যের মৃতের সংখ্যা ৮৬ জন বলে জানিয়েছে তারা।

জাতিসংঘের হিসেব মতে, এখন পর্যন্ত ঘরহারা হয়েছেন ৩০ হাজার মানুষ। পালাতে গিয়েও গুলি খেয়ে মরতে হচ্ছে তাদের। নির্বিচারি গুলি-মর্টার সেল আর ফাইটার জেটের হুঙ্কার। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপন্নতায় যে দেশগুলো সবচেয়ে সোচ্চার হয়েছে মালয়েশিয়া তাদের অন্যতম।

মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের সহায়তার জন্য ওই সোসাইটি গঠন করেছে মালয়েশিয়া সরকার। এছাড়া রোহিঙ্গাদের নির্যাতনের ঘটনায় মিয়ানমার সরকারের কাছে মালয়েশিয়া উদ্বেগ জানিয়ে চিঠি পাঠিয়েছে দেশটির সরকার।