মুজিব শতবর্ষ উপলক্ষে বান্দরবানে মাউন্টেন বাইক রেস

মুজিব শতবর্ষ উপলক্ষে বান্দরবানে মাউন্টেন বাইক রেস

শেয়ার করুন

 

VID-20211120-WA0000_7954

।। বান্দরবান প্রতিনিধি ।।
মুজিব শতবর্ষ উপলক্ষে বান্দরবানে অনুষ্ঠিত হল দুরন্ত মাউন্টেন বাইক রেস। উঁচু-নিচু ও আঁকাবাঁকা পাহাড়ি পথে সাইকেল চালানোর অন্যরকম অভিজ্ঞতা নিয়ে এই রেসে অংশ নেয় দেশের বিভিন্ন এলাকার এক’শ প্রতিযোগী।

শনিবার সকাল ৭টায় বান্দরবান শহরের রাজার মাঠ এলাকা থেকে শুরু হয় এই রেস। পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এই রেসের উদ্বোধন করেন। এসময় তাঁর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক‍্যশৈহ্লা, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজিম উদ্দিন, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ তাহের উল আলম চৌধুরী, আরএফএল বাইকের হেড অফ মার্কেটিং মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।

মাউন্টেন বাইক রেসটি বান্দরবান শহরের রাজামাঠ থেকে শুরু হয়ে বান্দরবন চিম্বুক সড়ক দিয়ে নীল দিগন্ত হয়ে পুনরায় বান্দরবান শহরে এসে শেষ হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ফিট উচ্চতায় পাহাড়ি সড়কে এক’শ কিলোমিটার পথ পাড়ি দেন বাইকাররা। রেসটিতে পুরুষদের পাশাপাশি নারী বাইকাররাও অংশগ্রহণ নেয়।