সরে যেতেই হলো বিসিসিআই প্রধানকে

সরে যেতেই হলো বিসিসিআই প্রধানকে

শেয়ার করুন
%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%86%e0%a6%87-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97-%e0%a6%a0%e0%a6%be%e0%a6%95%e0%a7%81
বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর।

এটিএন টাইমস ডেস্ক: 

ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে সভাপতি অনুরাগ ঠাকুরকে সরিয়ে দেয়ার আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার সকালে দেশটির সর্বোচ্চ আদালত এ রায় দেন।

14lodha
বিসিসিআই সচিব অজয় শিরকে।

ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই ও লোধা কমিশনের মধ্যে চলমান মামলায় এই ঐতিহাসিক রায় দিলেন ভারতের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে বোর্ডের সচিব অজয় শিরকেও সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই আদেশে।

আদালতের রায়ে বলা হয়, বোর্ড লোধা প্যানেলের সুপারিশ মানতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে কমিটির সুপারিশ প্রয়োগে পুরোপুরি ব্যর্থ হয়েছেন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শিরকে। এর আগে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব জিকে পিল্লাইকে বোর্ডের পর্যবেক্ষক হিসেবে রাখার সুপারিশ করেছিল লোধা কমিটি।

এ নিয়ে মামলা গড়ায় আদলত পর্যন্ত। লোধা কমিটি ও বিসিসিআই দুই পক্ষের কাছে পছন্দের ব্যক্তির নাম চেয়ে পাঠান বিচারপতিরা। গত ২২ ডিসেম্বরের ছিল নাম দেয়ার শেষ সময়। কিন্তু এখনও পর্যন্ত কারোও নাম দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।