শিল্পকর্মের নিলামে সর্বোচ্চ দামের রেকর্ড ভিঞ্চির চিত্রকর্ম

শিল্পকর্মের নিলামে সর্বোচ্চ দামের রেকর্ড ভিঞ্চির চিত্রকর্ম

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

শিল্পকর্মের নিলামে সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছে লিওনার্দো দ্য ভিঞ্চির চিত্রকর্ম। নিলামে ভিঞ্চির সালভাতর মুন্ডি চিত্রকর্মটি ৪৫ কোটি মার্কিন ডলারে বিক্রি করা হয়েছে। বিবিসি জানায়, ফলে ভিঞ্চির আঁকা ৫শ বছরের পুরনো যিশু খ্রিস্টের এই চিত্রকর্মটি আগের সকল রেকর্ড ভেঙ্গে দিয়েছে।

সালভাতর মুন্ডি’ যার অর্থ ‘বিশ্বের ত্রাণকর্তা’ নামে এই চিত্রকর্মটির নিলামে তুলে নিউইয়র্কের নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি।

নিলামের সময় ক্রিস্টির নিলাম ঘরটিতে উপচে পড়া ভিড় ছিল। ২০ মিনিটের মধ্যে সর্বোচ্চ দাম ওঠার পর উপস্থিতরা উল্লসিত চিৎকার ও হাততালিতে ফেটে পড়েন। লিওনার্দো দ্য ভিঞ্চি ১৫১৯ সালে মারা যান। বর্তমানে তার আঁকা ২০টির মতো শিল্পকর্ম টিকে আছে। ধারণা করা হচ্ছে,

সালভাতর মুন্ডি’ চিত্রকর্মটি ১৫০৫ সালের পর কোনো এক সময় আঁকা হয়েছিল। এতে যিশুকে এক হাত উত্তোলিত অবস্থায় অপর হাতে একটি কাঁচের গোলক ধরে থাকতে দেখা যায়। নিলামে শিল্পকর্মটির চূড়ান্ত দাম নির্ধারিত হয় ৪০ কোটি ডলার। তাতে ফিসসহ এর মোট মূল্য ৪৫ কোটি ডলার ছাড়িয়ে যায়।