বিস্ফোরণের পর লেবাননে বিক্ষোভ অব্যাহত

বিস্ফোরণের পর লেবাননে বিক্ষোভ অব্যাহত

শেয়ার করুন

 

Lebanon Demonstration

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর তা নিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। সরকারের গাফিলতির কারণে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে বিক্ষোভকারীদের দাবি। বিক্ষুব্ধ জনগণ সেদেশের সরকারি কার্যালয়গুলোতে হামলা চালিয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

গতকাল শনিবার (৮ আগস্ট) পুলিশের সঙ্গে সংঘর্ষের এক পর্যায় বৈরুতের শহীদ চত্বর এলাকায় গুলির ঘটনাও ঘটে। বিক্ষোভের সময় অন্তত ১১০ জন আহত হয়েছেন।

জানা গেছে, বিক্ষোভকারী লেবাননের পররাষ্ট্র মন্ত্রণায়ের কার্যালয়ে প্রবেশ করে দখল করে নিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার লেবাননে বিক্ষোভে অংশ নেন অন্তত পাঁচ থেকে সাত হাজার মানুষ। এদিন বিস্ফোরণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বৈরুত বন্দরের শহীদ চত্বর থেকে বিশাল মিছিল বের করা হয়।