তাসমানিয়া উপকূলে বালুর চরে আটকে ৯০ তিমির মৃত্যু

তাসমানিয়া উপকূলে বালুর চরে আটকে ৯০ তিমির মৃত্যু

শেয়ার করুন

Whale dead in australia

অস্ট্রেলিয়ার তাসমানিয়া উপকূলে বালুর চরে আটকে কমপক্ষে ৯০টি তিমির মৃত্যু হয়েছে। এসময় বালুর চরে আটকা পড়েছিল আরও প্রায় ২৭০টি তিমি। এর এক তৃতীয়াংশই এরই মধ্যে মারা গেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, আটকাপড়া বাকি তিমিদের মধ্যেও আরও তিমি মারা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উদ্ধারকর্মীরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) তাসমানিয়া দ্বীপের পশ্চিম উপকূলে তিমির এই বিশাল দলকে আবিষ্কার করেন স্থানীয়রা। এসময় তিমিগুলো পানির অভাবে উপকূলে আটকা পড়ে ছটফট করতে করতেই মৃত্যু হয়।

সামুদ্রিক জীববিজ্ঞানীরা তিমির এই দলটিকে উদ্ধারে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।

কিভাবে এই তিমিগুলো উপকূলে এসে আটকা পড়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত নয়। তিমিদের উপকূলে আসার ঘটনা প্রায়ই ঘটে। কিন্তু একসঙ্গে এতো তিমি এক দশকেরও বেশি সময় ধরে দেখা যায়নি।

তাসমানিয়া উপকূলে সর্বশেষ ২০০৯ সালে প্রায় ২০০ তিমির এক বিশাল দল দেখা গিয়েছিল।