করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৬ লক্ষাধিক মানুষ

করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৬ লক্ষাধিক মানুষ

শেয়ার করুন

 

Corona free-2

বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে সারা বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে এক কোটি ১৭ লাখ ৩৯ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৪৫ লাখ ৫৬ হাজার ১৪৩ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫৭ হাজার ৯৭৮ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
আজ (৭ জুলাই) বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। তবে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৬৬ লাখ ৪২ হাজার ৩৬৬ জন সুস্থ হয়েছেন। এছাড়া পাঁচ লাখ এক হাজার ২৯৮ জন রোগী মারা গেছেন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ১৩ লাখ ২৪ হাজার ৯৪৭ জন, ব্রাজিলে ৯ লাখ ৭৮ হাজার ৬১৫, রাশিয়ায় চার লাখ ৫৪ হাজার ৩২৯ জন, ভারতে চার লাখ ৪০ হাজার ১৫০, চিলিতে দুই লাখ ৬৪ হাজার ৩৭১, ইরানে দুই লাখ চার হাজার ৮৩, পেরুতে এক লাখ ৯৭ হাজার ৬১৯, স্পেনে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, ইতালিতে এক লাখ ৯২ হাজার ২৪১, তুরস্কে এক লাখ ৮২ হাজার ৯৯৫, জার্মানিতে এক লাখ ৮২ হাজার ৭০০, মেক্সিকোতে এক লাখ ৫৯ হাজার ৬৫৭, সৌদি আরবে এক লাখ ৪৯ হাজার ৬৩৪, পাকিস্তানে এক লাখ ৩১ হাজার ৬৪৯, দক্ষিণ আফ্রিকায় ৯৭ হাজার ৮৪৮, কাতারে ৯৩ হাজার ৮৯৮, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৫২৮ এবং ফ্রান্সে ৭৭ হাজার ৩০৮ জন সুস্থ হয়ে উঠেছে।

এছাড়া বাংলাদেশে ৭৬ হাজার ১৪৯, কানাডায় ৬৯ হাজার ৯৯০ জন, কুয়েতে ৪১ হাজার ১০০, সিঙ্গাপুরে ৪০ হাজার ৭১৭, সংযুক্ত আরব আমিরাতে ৪০ হাজার ৭২১, সুইজারল্যান্ডে ২৯ হাজার ৩০০, দক্ষিণ কোরিয়ায় ১১ হাজার ৯১৪, মালয়েশিয়ায় আট হাজার ৪৭৬ জন এবং অস্ট্রেলিয়ায় সাত হাজার ৪২০ জন সুস্থ হয়ে উঠেছে।